বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৫ ১১:০০

শেয়ার

ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে কয়েক লাখ মুসল্লির উপস্থিতি ও কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দেশের সর্ববৃহৎ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল ঈদুল ফিতরের ১৯৮তম ঈদ জামাত। জামাতের পর বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

যদিও নামাজ শুরুর এক ঘণ্টা আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ ময়দান।

এবার দীর্ঘ ১৫ বছর পর ঈদুল ফিতরের জামাতে ইমামতি করেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে ছিলেন হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।

প্রতিবছরের মতো এবারও ঈদের দুইদিন ও একদিন আগেই চলে আসেন অনেক মুসল্লি। ঈদের দিন ভোর থেকে রিজার্ভ বাসসহ বিভিন্ন যানবাহনে আসতে থাকেন লাখ লাখ মুসল্লি।

ঈদগাহ মাঠের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কাজ করছেন।

কিশোরগঞ্জের হযরত নগর সাহেব বাড়ির পূর্বপুরুষ শাহ সুফি সৈয়দ আহমদ তার নিজস্ব তালুকে নরসুন্দা নদীর তীরে ১৮২৮ খ্রিস্টাব্দে ৭ একর জমির ওপর ‘শোলাকিয়া ঈদগাহ ময়দান’ প্রতিষ্ঠা করেন। এমনকি তার ইমামতিতে এ ঈদগাহ ময়দানে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

banner close
banner close