
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে কমপক্ষে ১০টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার বিঘার মৎস্যঘের। এতে নদী পাড়ের বাসিন্দাদের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিছট গ্রামের আনুমানিক দেড়শ ফুট বেড়িবাঁধ হঠাৎ খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়।
সাতক্ষীরা পাউবো বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ‘বেড়িবাঁধ ভাঙনের খবর পেয়ে আমার ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়েছে। দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে।’
বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে বলেও জানিয়েছেন সাখাওয়াত হোসেন।
আরও পড়ুন: