বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

ধামরাইয়ে নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে কারখানায় ডাকাতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৫ ১২:৫২

শেয়ার

ধামরাইয়ে নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে কারখানায় ডাকাতি
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকওয়া ফুড প্রোডাক্ট নামে একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা কারখানার ভেতরে থাকা মালামাল ও নগদ টাকাসহ ১৫ লাখ টাকার জিনিসপত্র লুট করে নেয়।

সোমবার দিবাগত রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ওই কারখানায় ডাকাতির ঘটনা ঘটে।

তাকওয়া ফুড প্রোডাক্ট কারখানার পরিচালক ওসমান মাহমুদ বলেন, ‘ঈদের দিন রাত আড়াইটার দিকে কারখানার ভেতরে ৮/১০ জন লোক প্রবেশ করে। এ সময় কারখানার ভেতরে থাকা নৈশ পহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার ভেতরে থাকা কম্পিউটারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়েছে।’

এ ছাড়া কারখানায় থাকা সাড়ে তিন লাখ টাকাও ডাকাতরা লুটে নেয় বলেও জানান ওসমান মাহমুদ।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, ‘কারখানা কর্তৃপক্ষ অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

banner close
banner close