বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

হবিগঞ্জে সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৫ ১৭:২০

শেয়ার

হবিগঞ্জে সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত  
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় সালিশি বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে পূর্ব তেঘরিয়া দর্জি হাটি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় আব্দুল মুকিত ও রোকন মিয়া দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন। কয়েকদিন আগে একটি পুরাতন টিভি বিক্রিকে কেন্দ্র করে সেখানে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে ঈদে এলাকায় ফিরলে তাদের মধ্যে আবারো কথা কাটকাটি হয়।

এরপর চেয়ারম্যানসহ স্থানীয়রা বিষয়টি মিমাংসার জন্য মঙ্গলবার সকালে সালিশি বৈঠকে বসেন। বৈঠক চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘন্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এ সময় চিকিৎসাধীন অনেকেই পালিয়ে যায়।

এদিকে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন লাখাই থানার ওসি বন্দে আলী।

banner close
banner close