বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

সাতক্ষীরায় বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৫ ১৬:২৮

আপডেট: ২ এপ্রিল, ২০২৫ ১৬:২৯

শেয়ার

সাতক্ষীরায় বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু
ছবি: সংগ্রিহিত

ঈদের রাতে বিষাক্ত মদ পানে সাতক্ষীরায় তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১৮ জন। তারা সাতক্ষীরার আশাশুনি, সদর ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

যারা মারা গেছেন তারা হলেন- তেতুলিয়া গ্রামের ফরহাদ গাজীর ছেলে নাজমুল হোসেন, জাফর সরদারের ছেলে টিটু খান এবং মোকামখালি গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান হোসেন।

স্থানীয়রা জানান, ‘ঈদের দিন রাতে কাদাকাটি বাজার সংলগ্ন তেতুলিয়া বাজারের পাশে ১৫ থেকে ২০ জন বন্ধু মিলে মদ পান করেন। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। ভোরের দিকে তাদের দ্রুত আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনজনের মৃত্যু হয়।

এ ছাড়া অসুস্থদের মধ্যে সাত থেকে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

banner close
banner close