বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৫ ১৯:৩৯

শেয়ার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার সকালে স্থানীয় মিরাজ ও নাজমুল পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে মিরাজ ও নাজমুল পক্ষের লোকজনের বিরোধ চলছিল। সকালে উভয় পক্ষ মুখোমুখি হলে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন গুরুতর আহত হন। আহতরা ভিন্ন ভিন্ন জায়গায় চিকিৎসাধীন থাকার কারণে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী সংঘর্ষের বিষয়টি গণ-মাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছেন আকরাম আলী।

 

banner close
banner close