
ছবি: সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মির্জা আব্দুল মুহিদ বেগ নামে একজন নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা অন্তত ৬ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে ৪টা ৪০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মির্জা আব্দুল মুহিদ বেগ কুষ্টিয়ার মিরপুর থানার মৃত আজিজ উদ্দিন বেগেরে ছেলে।
গোলড়া হাইওয়ে থানার ইনচার্জ সরোয়ার আলম বলেন, ‘ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছে। আহতরা ধামরাই হাসপাতালে ভর্তি রয়েছে।’
এ ছাড়া নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সরোয়ার আলম।
আরও পড়ুন: