শনিবার

৫ এপ্রিল, ২০২৫
২২ চৈত্র, ১৪৩১
৮ শাওয়াল, ১৪৪৬

কক্সবাজার সৈকতে ছবি তুলে অতিরিক্ত টাকা দাবী : ১৭ ক্যামরা জব্দ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৫ ১০:৫৮

শেয়ার

কক্সবাজার সৈকতে ছবি তুলে অতিরিক্ত টাকা দাবী : ১৭ ক্যামরা জব্দ
হয়রানির অভিযোগে ১৭টি ক্যামরা জব্দ করেছে ট্যুরিস্ট পুলিশ।

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তুলে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা ও হয়রানির অভিযোগে ১৭টি ক্যামরা জব্দ করেছে ট্যুরিস্ট পুলিশ।

শুক্রবার (৪ মার্চ) শহরের পর্যটন জোনের সুগন্ধা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৭টি ক্যামরা জব্দ করা হয়। সৈকতের ফটোগ্রাফারদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান চালানো হয়। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের ছবি তোলা নিয়ে প্রায়ই ফটোগ্রাফারদের সঙ্গে তর্কাতর্কি কিংবা হয়রানির ঘটনা ঘটছে। সৈকতের ফটোগ্রাফারদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান চলানো হয়েছে। আমরা ১৭টি ক্যামরা জব্দ করেছি। পাশাপাশি ফটোগ্রাফারদের সমিতির সদস্যদের সতর্ক করেছি। এই অভিযান চলমান থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

banner close
banner close