
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পৃথক দুই দুর্ঘটনায় ২ মোটরসাইকেল চালক যুবকের নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পৃথক স্থানে এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, নাহিদ হোসেন (২০) ও প্রত্যয় (১৮)। নিহত নাহিদ হোসেন উপজেলার রায়পুর গ্রামের কামার পাড়ার লিটন হোসেনের ছেলে।
প্রত্যায় একই উপজেলার আলিপুর গ্রামের আসাদুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে নাহিদ হোসেন মোটরসাইকেলযোগে দত্বনগররের দিকে যাচ্ছিল। রাত ৮টার দিকে সে উপজেলার শাপলাকলি স্কুলের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা পাখি নামক ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে মারাত্মক আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯ টার দিকে নাহিদ হোসেনের মৃত্যু হয়।
অপর দিকে সন্ধা ৭টার দিকে জীবননগর উপজেলার আলিপুর গ্রামের আসাদুলের ছেলে প্রত্যয় জীবননগর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল।
পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। এ সময় পথচারীরা মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন হোসেন বিশ্বাস সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: