
রাজশাহীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক নারীর। এছাড়াও আহত হয়েছে শিশুসহ ৪ জন।
আজ (শনিবার) দুপুরে জেলার পবা উপজেলার হরিপুর মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক ঘটে এ দুর্ঘটনাটি।
নিহত ঐ নারীর নাম শারমিন (২৫)। তিনি গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের কন্যা। তবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহত এবং আহতরা সকলেই দুর্ঘটনাকবলিত অটোরিকশাটির যাত্রী ছিলেন।
এ ব্যাপারে দামকুড়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, আহতদের সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং একজন নারী নিহত হয়েছে। বাসটির চালক এবং তার সহযোগীরা পালানোয় তাদের আটক করা সম্ভব হয়নি । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আরও পড়ুন: