সোমবার

৭ এপ্রিল, ২০২৫
২৪ চৈত্র, ১৪৩১
৯ শাওয়াল, ১৪৪৬

মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি, আটক দুই যুবদল নেতা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৫ ০৯:৪২

আপডেট: ৬ এপ্রিল, ২০২৫ ০৯:৫০

শেয়ার

মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি, আটক দুই যুবদল নেতা
মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি।

মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় থানায় ঢুকে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দুই যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে সিংগাইর থানা চত্ত্বর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত দুই যুবদল নেতা হলেন- সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন (৪৪) ও পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৫)। এরমধ্যে জীবন সরকার সিংগাইর পৌরসভার ৭ নং ওয়ার্ডের গোবিন্দল গ্রামের মৃত আব্দুল করিম সরকারের ছেলে এবং শফিকুল ইসলামের একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

সিংগাইর থানার উপ-পরিদর্শক পার্থ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানান, সিংগাইর থানার একটি নিয়মিত মামলার এক আসামীকে গ্রেফতারের পর রাত নয়টার দিকে কয়েকজন লোক থানায় এসে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়। এসময় শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম নামের দুই যুবদল নেতাকে আটক করা হয়েছে। তারা মদ্যপ অবস্থায় থাকার কারণে রাতেই সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করানো হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বাংলা এডিশনকে বলেন, পুলিশ সদস্যকে হত্যার হুমকি এবং মদ্যপানের দায়ে তাদের আটক করা হয়। দুই যুবদল নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং কোর্টে পাঠানোর প্রস্ততি চলছে।

banner close
banner close