বৃহস্পতিবার

১৭ এপ্রিল, ২০২৫
৩ বৈশাখ, ১৪৩২
১৯ শাওয়াল, ১৪৪৬

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫ ০৯:৪৫

শেয়ার

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপার চানপুরে গাড়ির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা  গর্ভবতী মা ও ছেলে নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চানপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, শৈলকুপা উপজেলার সিতলিডাঙ্গা গ্রামের সোহেল শেখের স্ত্রী রিপা খাতুন ও তার ছেলে শেখ সোয়াদ।

নিহতের স্বজনরা জানান, রোববার ঝিনাইদহ শহরে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসক দেখান রিপা। পরে ছেলেকে নিয়ে শৈলকুপার ভাটই বাজার এলাকায় বাবার বাড়িতে যান তিনি। সোমবার অটোরিকশায় ছেলেকে নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন রিপা। 

পথে তাদের অটোরিকশাকে ধাক্কা দেয় বাস বা ট্রাক। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে রিপাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ছেলে সোয়াদের মৃত্যু হয়। 

এ বিষয়ে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক এ কে এম হাসানুজ্জামান জানান, ‘অটোরিকশাচালক পালিয়ে গেছেন। অটোরিকশাকে ধাক্কা দেয়া গাড়িটি বাস নাকি ট্রাক তা নিশ্চিত হওয়া যায়নি।’

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন হাসানুজ্জামান।

 

 

banner close
banner close