বৃহস্পতিবার

১৭ এপ্রিল, ২০২৫
৩ বৈশাখ, ১৪৩২
১৯ শাওয়াল, ১৪৪৬

সাভারে ছাত্র জনতা হত্যা মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫ ১১:১১

শেয়ার

সাভারে ছাত্র জনতা হত্যা মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেফতার
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় গণঅভ্যুত্থানে ছাত্রজনতাকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি মো. মুলামদি মন্ডল (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি মাদক মামলা রয়েছে।

মঙ্গলবার সকালে মুলামদিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, ‘রাতে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

গ্রেফতার মুলামদি আশুলিয়ার চাঁনগাও এলাকার মৃত জুম্মত মন্ডল ওরফে জোলা মন্ডলের ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী হিসাবে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের আইনবিরোধী কার্যক্রমে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, গত জুলাই ও আগষ্টের আন্দোলনে সাভার-আশুলিয়ায় ছাত্র জনতার ওপর হামলা ও গুলি করে আওয়ামী লীগের নেতা-কর্মী এবং তাদের দোসররা। এ ঘটনায় প্রায় শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তাদের পরিবারের সদস্যরা হত্যা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় মুলামদিকে গতকাল রাতে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘মুলামদিকে মঙ্গলবার অন্য আসামিদের সাথে আদালতে পাঠানো হবে।’

banner close
banner close