বৃহস্পতিবার

১৭ এপ্রিল, ২০২৫
৪ বৈশাখ, ১৪৩২
১৯ শাওয়াল, ১৪৪৬

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বাউফল সরকারি কলেজ ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি

মুনতাসির তাসরিপ

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫ ১৭:৪৬

শেয়ার

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বাউফল সরকারি কলেজ ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি
ছবি: বাংলা এডিশন

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি এবং গাজায় চলমান ইসরাইলি গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাউফল সরকারি কলেজ ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণের সামনে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এরপর পৌর শহরে একটি বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।

"গাজায় গণহত্যা বন্ধ কর" শীর্ষক এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাউফল সরকারি কলেজ ছাত্রদলের পদপ্রত্যাশী নেতৃবৃন্দ ইসতিয়াক রসুল সোয়েব, রিয়াজ হোসেন, ইয়াসিন আরাফাত জিসান, মেহেদী হাসান ও মাহিন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ও পৌর ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ইসরাইল কর্তৃক গাজায় নির্বিচারে নারী, শিশু ও নিরীহ মানুষের ওপর চালানো হত্যাযজ্ঞ ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ছাত্রদলের এই কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীসহ স্থানীয় জনগণের মাঝেও ব্যাপক সাড়া পড়ে। কর্মসূচি শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

banner close
banner close