
ছবি : বাংলা এডিশন
রাজশাহীতে মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ রয়েছেন আরো একজন।
মদপানে মারা যাওয়া ঐ ব্যক্তিদ্বয় হলেন- জেলার চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের হবিবপুর এলাকার শামসুল হকের পুত্র নাদিম ইসলাম (২৮) এবং কালাম আলীর ছেলে মাসুদ রানা(৩৫)। এছাড়া গুরুতর অসুস্থ ব্যক্তি হলেন একই এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র- মোহাম্মদ টনি(২৯)। টনি নাটোরের বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা।
আজ সকালে কেবল দুই ঘণ্টার ব্যবধানে মারা যান ঐ দুই যুবক। নাদিমকে হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে পাঁচটা নাগাদ এবং মাসুদ সকাল সাড়ে সাতটা নাগাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।
রামেক হাসপাতালে ভর্তি মদ্যপানে গুরুতর অসুস্থ ঐ কৃষি কর্মকর্তা টনি জানিয়েছেন, ❝ রোববার সন্ধ্যা দিকে মাসুদ ও নাদিম এবং মেহেদি নামে আরো একজন ঝিকরা এলাকার মামুন নামের এক ব্যক্তির কাছে মদ পান করতে গিয়েছিলেন। সেসময় নাদিম ও মাসুদ অত্যাধিক পরিমাণে মদ পান করে ফেলে। এমনকি, রাতেই তারা দুজন অসুস্থতা বোধ করে । টনি বলেন, প্রথম দিকে হালকা পান করেই অসুস্থবোধ করায় নিজেকে বিরত রেখেছিলেন তিনি।❞
তবে নাদিম ও মাসুদ রানার পরিবারের দাবী- তাদের মৃত্যু গ্যাষ্ট্রিকজনিত রোগের বিরূপ প্রভাবে হয়েছে। যা প্রত্যক্ষদর্শী ও মৃতদের ক্রিয়াকলাপের সঙ্গী টনির বক্তব্যের সাথে সরাসরি সাংঘর্ষিক।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সূত্রে ঘটনাটি নিশ্চিত হয়েছে বাংলা এডিশন । এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ কিংবা মামলার চেষ্টা করা হয়নি বলেও বাংলা এডিশনকে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: