
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে চলে আসা এন.এ.এম ইটভাটাটির চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দর ইউনিয়নের চকবাড়ি-ওয়াইজনগর এলাকার ওই ভাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট এ কে এম সামিউল আলম কুরসি, পরিদর্শক মো. ওয়ালী আখের, মনোয়ারুল ইসলাম, র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর ডিএডি জয়দেব সাহা, সিংগাইর থানার উপপরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদসহ ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট এ কে এম সামিউল আলম কুরসি বাংলা এডিশন কে বলেন, ভাটাটি অবৈধভাবে স্থাপিত ও প্রায় দেড় বছর যাবৎ পরিবেশের কোন ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিলো। এছাড়াও অন্যান্য কাগজপত্রও নেই। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অবৈধ ভাটা বন্ধে এ অভিযান অব্যহত থাকবে।
আরও পড়ুন: