
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন দুলাল। ফাইল ছবি
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস ও শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন দুলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার বিকাল সোয়া ৪টায় গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর সদর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গোসাইরহাট থানা পুলিশসূত্রে জানাগেছে , ২০২৪ সালের ২৪ ডিসেম্বর বেলা ১২ টার দিকে শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী ও তারেক রহমানের তৎকালিন এপিএস মিয়া নুরুদ্দিন অপু তার গ্রামের বাড়ি গোসাইরহাট উপজেলার কোদালপুর থেকে একটি মিছিল নিয়ে পায়ে হেঁটে উপজেলা সদরের দিকে যান। মিছিলটি পট্টি এলাকায় পৌঁছলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই মিছিলে হামলা করে
হামলাকারীরা বিএনপির প্রার্থী নুরুদ্দিন অপুর ওপর ও তাঁর সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এসময় নুরুদ্দিন অপুসহ গুরুতর আহত হলে হেলিক্যাপ্টার যোগে তাকে ঢাকায় নেয়া হয়। এছাড়াও বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়। এঘটনায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর বিএনপির এক নেতা হামলাকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গোসাইরহাট থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় এজাহারভুক্ত আসামী জেলা আওয়ামী লীগের সদস্য, গোসাইরহাট উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য জাকির হোসেন দুলাল দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় গোসাইরহাট থানা পুলিশ তথ্য ও প্রযুক্তির সহায়তায় পালং মডেল থানা পুলিশের মাধ্যমে শরীয়তপুর সদর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এ ব্যাপারে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বাংলা এডিশন কে বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস ও শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুকে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামী জেলা আওয়ামী লীগের সদস্য, গোসাইরহাট উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য জাকির হোসেন দুলাল দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় গোসাইরহাট থানা পুলিশ তথ্য ও প্রযুক্তির সহায়তায় পালং মডেল থানা পুলিশের মাধ্যমে শরীয়তপুর সদর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: