শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৪ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

কুষ্টিয়ায় ট্রেন থেকে ২৩ লাখ টাকার হেরোইন উদ্ধার করল বিজিবি

প্রতিনিধি,কুষ্টিয়া

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৫ ২২:০৩

শেয়ার

কুষ্টিয়ায় ট্রেন থেকে ২৩ লাখ টাকার হেরোইন উদ্ধার করল বিজিবি
ছবি : বাংলা এডিশন
কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ২৩ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় হেরোইন উদ্ধার করেছে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। তবে এ ঘটনায় কোনও মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
 
বুধবার  বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে স্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯ এপ্রিল বিকেল ৪টার ৫০ মিনিটের দিকে পোড়াদহ রেলস্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ১ কেজি ১৯০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়। এই মাদকের বাজার মূল্য ২৩ লাখ ৮০ হাজার টাকা।
 
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বাংলা এডিশন কে জানান, রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন পোড়াদহ রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাতে অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ কেজি ১৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৮০ হাজার টাকা। এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে ষ্টেশন থানায় জিডি করা হয়েছে।
 
banner close
banner close