শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচারকারী সায়ন সাংবাদিকদের প্রশ্নের মুখে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫ ১২:৫৭

শেয়ার

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচারকারী সায়ন সাংবাদিকদের প্রশ্নের মুখে
ছবি: বাংলা এডিশন

গেলো বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর টকশোতে অংশ নিয়ে বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন চলছে, সেদেশে হিন্দুরা নিরাপদ নয় বলে গলা ফাটিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে রজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়া থানা শহরের সুকান্ত ঘোষের ছেলে সায়ন ঘোষ।

টিভি টকশোতে বাংলাদেশের পুলিশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরুপ মন্তব্য করা ভারতীয় পাসপোর্টধারী সায়ন ঘোষ গত ৬ মাসে ট্যুরিস্ট ভিসায় তিন বার বাংলাদেশ ভ্রমণ করেছেন।

সবশেষ গত ৭ এপ্রিল বাংলাদেশে আসা সায়ন ঘোষকে গতকাল বুধবার চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে যাওয়ার সময় মুখোমুখি হতে হয় সাংবাদিকদের।

এদিন সকালে ইমিগ্রেশন শেষে বিজিবি চেকপোস্টে প্রবেশের আগেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সায়ন। সাংবাদিকেরা কলকাতার টিভি টকশোতে বাংলাদশে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেসব কথা তিনি বলেছেন সে বিষয়ে প্রশ্ন করেন তাকে। 

কলকাতার টিভি টকশোতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিথ্যা বানোয়াট গল্প বললেও বাংলাদেশে এখন কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন আলোচিত সায়ন ঘোষ। 

এ সময় গত ২৯ নভেম্বর বাংলাদশে আসলে ভারতীয় হিন্দু বলে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ করেন। তিনি বলেন, ‘পুলিশ ও প্রশাসনের কাছে কোনো সহযোগিতা পাইনি। তাই আমি ভারতীয় বিভিন্ন মিডিয়ায় টকশোতে অংশ নিয়ে এই ঘটনার বর্ণনা করি।’

তিনি আরও বলেন, ‘কলকাতায় অবস্থিত বাংলাদেশী হাইকমিশনারের দফতরে একটা লিখিত অভিযোগ দায়ের করি। এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো সুরাহা পাইনি।’

এই ঘটনার পর আরও দুইবার বাংলাদেশে ভ্রমণ করেছেন সায়ন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত দুই মাসে দুইবার বাংলাদেশ ভ্রমণ করেছি। এখন বাংলাদেশে আইন শৃঙ্খলার কোনো অবনতি নাই। আমাকে হয়রানি বা অন্য কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি।’

সাংবাদিকেরা কলকাতার মিডিয়ায় বাংলাদশের পরিস্থিতি নিয়ে সায়নের করা মন্তব্য নেতিবাচক, উদ্দেশ্যপ্রণোদিত, প্রতিহিংসা ও অক্রোশমূলক মনোভাব কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ সময় সাংবাদিকরা নানা বিষয়ে কথা বলতে চাইলেও সায়ন সব বিষয়ে উত্তর দিতে অপরাগতা প্রকাশ করেন। একইসাথে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর ছাড়াই নিজ দেশে ফিরে যান। 

 

 

banner close
banner close