শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

দিনাজপুরে এলজিডি ভবনে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫ ১৪:৩১

শেয়ার

দিনাজপুরে এলজিডি ভবনে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

দিনাজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফত র (এলজিইডি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোর ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক ঘণ্টার অবিরাম চেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

এতে অফিসের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে বলে জানা গেছে। এ সময় চতুর্থ তলায় রেস্ট হাউজে আটকা পড়ে আহত হয়েছেন দুই সরকারি কর্মকর্তা।

ভবনে আটকে পড়া ব্যক্তিরা হলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যুগ্ম পরিচালক রবিউল ইসলাম এবং এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মুন্না হোসেন।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম বলেন, ‘ভোর ৫টার দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। ৫ মিনিটের মধ্যে আমরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করি। ধারণা করা হচ্ছে ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক বোর্ড থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। চতুর্থ তলায় দুই প্রান্তে দুটি কক্ষে ২ জন আটকা পড়েছিলেন। তাদের একজনকে জানালার গ্রিল কেটে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানিয়েছেন ওবায়দুল ইসলাম।

 

banner close
banner close