
রাজীবপুর উপজেলায় বন্যার আগাম সতর্কতা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার জনপ্রতিনিধি,রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে।
কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।
রাজীবপুর উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে এলাহী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান এবং প্রকল্প পরিচালক নিতাই দে সরকার প্রমুখ।
কর্মশালায় আলোচকরা দূর্যোগ বিষয়ক প্রাথমিক ধারণা, দূর্যোগ ব্যবস্থাপনা ও মোকাবেলার কৌশল, সহনশীলতা, আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কীকরণ ব্যবস্থাসহ নানা ধারণা দেওয়া দেন।
আরও পড়ুন: