রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

 পুলিশের ওপর হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৫ ১১:৫৩

শেয়ার

 পুলিশের ওপর হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ছবি: কালকিনি থানা ।

মাদারীপুরের কালকিনিতে পুলিশের হাতে আটক হওয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এক মাদক কারবারিকে হাতকড়া অবস্থায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের সহযোগীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর এলাকার কালকিনি থানা ভবনসংলগ্ন মাছবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

তবে এই ঘটনার পর পুলিশ হাতকড়া উদ্ধার করতে সক্ষম হলেও আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি।

আটক হওয়া ব্যক্তিরা ছিলেন- কালকিনি উপজেলার ছাত্রলীগ সভাপতি মো. বাকামিন খানের বড় ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাসেদ খান ও একই গ্রামের মো. মোস্তফা সরদারের ছেলে মো. আল আমিন সরদার।

কালকিনি থানার এ এসআই মো. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল বাশারের নেতৃত্বে একটি ফোর্স থানা সংলগ্ন মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেদ খান ও মো. আল আমিন সরদারকে আটক করে। কিন্তু পরে হঠাৎ করে তাদের সহযোগীরা এসে ওই দুইজনকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের ওপর হামলার চেষ্টা চালানো হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ থানায় ফিরে যেতে বাধ্য হয়।

তিনি আরও বলেন, এ ঘটনার পর থানা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এ বিষয় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয় জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ৫জন পুলিশ আহত হয়েছে।

 

 

 

 

banner close
banner close