শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

গাজায় গনহত্যার প্রতিবাদে কক্সবাজারে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রতিনিধি,কক্সবাজার

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৫ ১৮:৩২

শেয়ার

গাজায় গনহত্যার প্রতিবাদে কক্সবাজারে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল সমাবেশ
ছবি : বাংলা এডিশন
গাজায় ইজরাইলি গণহত্যার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে MASS MOVEMENT করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখা।
 
শুক্রবার  জুমার নামাজের পর বড় বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে ঝাউতলা স্বপ্ন সুপার শপের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
 
জেলা সভাপতি আব্দুর রহিম নূরী’র সভাপতিত্বে অফিস সম্পাদক রহিম উল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা।
তার বক্তব্যে ফিলিস্তিনের নিরপরাধ জনগণের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই গণহত্যা বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
 
জেলা সভাপতি বলেন, জায়নবাদী ইসরায়েলিদের হামলায় ফিলিস্তিনে প্রায় ৫০০০০ জনগণ নিহত হয়েছে, যার মধ্যে প্রায় ২০০০০ নিরীহ শিশু।
এছাড়াও গাজায় স্থল, আকাশ ও জলপথ থেকে টানা হামলার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ঘর-বাড়িসহ প্রায় সকল অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকি ব্যবহার্য ও সুপেয় পানির উৎসগুলো ধ্বংস করা হয়েছে, যা মারাত্মক মানবাধিকার ও যুদ্ধ নীতির লঙ্ঘন। কিন্তু জাতিসংঘসহ বিশ্বের শক্তিধর রাষ্ট্র ও সংস্থাগুলো বোবা ও অন্ধের মতো ভূমিকা পালন করে করছে।
আমরা জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তিনি অবিলম্বে এ গণহত্যা বন্ধের আহ্বান জানান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কক্সবাজারবাসীকে আন্দোলন অব্যাহত রাখার অনুরোধ করেন।
 
এতে জেলা অর্থ সম্পাদক ডাক্তার আজহার উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক আলী আহসান মোহাম্মদ মোজাহিদ, পৌরসভা সভাপতি জহিরুল ইসলাম শরীফসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিল।
banner close
banner close