শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

সমুদ্রপথে পাচারকালে পাঁচ লাখ ইয়াবাসহ ২১ মাদক পাচারকারী আটক

প্রতিনিধি,কক্সবাজার

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৫ ২১:১৮

শেয়ার

সমুদ্রপথে পাচারকালে পাঁচ লাখ ইয়াবাসহ ২১ মাদক পাচারকারী আটক
ছবি : বাংলা এডিশন

সমুদ্রপথে পাচারকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট বীচ থেকে ৫ লাখ ইয়াবাসহ ২১ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১৮ জন রোহিঙ্গা। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত মধ‌্যরাতে কোস্টগার্ড স্টেশন কক্সবাজার ও র‌্যাব-১৫-এর সমন্বয়ে কক্সবাজারের কলাতলী বিচসংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ইঞ্জিনচালিত দুটি সন্দেহজনক কাঠের নৌকাকে আভিযানিক দল থামার সংকেত দেয়। তবে তা অমান্য করে নৌকা দুটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় এক মাদক পাচারকারী পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা বাংলা এডিশন কে বলেন, পরবর্তী সময়ে আভিযানিক দল নৌকা দুটিকে ঘণ্টাব্যাপী ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়। নৌকা দুটি তল্লাশি চালিয়ে কাঠের পাটাতনের নিচে রাখা বরফের ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় ২১ মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক ইয়াবা পাচারকারীদের মধ্যে ৩ জন কক্সবাজারের বাসিন্দা এবং বাকিরা কক্সবাজারের উখিয়া ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আটক ইয়াবা পাচারকারী, জব্দ ইয়াবা ও নৌকা দুটির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে।

banner close
banner close