
রাজশাহীতে ভাঙা রেললাইন দিয়ে ট্রেন চলাচল করছে। রোববার ভোর রাতে পবা উপজেলার মোহনপুর রেলক্রসিংয়ে ভাঙা রেললাইন দিয়ে ট্রেন চলাচল করতে দেখা গেছে।
রেলের কর্মীরা সকাল ৮টার দিকে ঘটনাস্থলে আসে। দ্রুত ভাঙা রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে বলে জানা গেছে। যদিও ভাঙা রেললাইনের ওপর দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সকালে ভাঙা স্থান দিয়ে বনলতা ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে ছেড়ে গেছে।
রোববার সকালে মোহনপুর রেলক্রসিং দিয়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে। তারপর পথচারীরা রেলক্রসিং ভাঙা দেখে রেলওয়ের কর্মীদের খবর দেন। এরপর কয়েকজন রেলের কর্মী ঘটনাস্থলে আসে।
এর আগে একই স্থানে বেশ কিছুদিন আগে রেললাইন ভেঙে যায়। এরপরে রেলওয়ে কর্মীরা সেটা মেরামত করে। এবার ফের একই স্থানে ভেঙেছে।
আরও পড়ুন: