মঙ্গলবার

১৫ এপ্রিল, ২০২৫
২ বৈশাখ, ১৪৩২
১৭ শাওয়াল, ১৪৪৬

এবারো বসছে না সীমান্তে দুই বাংলার মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৫ ১২:০৮

শেয়ার

এবারো বসছে না সীমান্তে দুই বাংলার মিলনমেলা
ছবি: সংগৃহীত

এবারের বৈশাখেও বসছে না পঞ্চগড় সীমান্তে দুই বাংলার মিলন মেলা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফসহ উভয় দেশের সরকারের নির্দেশনা না থাকায় দুই বাংলার এই ভিন্ন আয়োজন বসছে না বলে জানা গেছে। এবারো হবে না কাটাতারে দাড়িয়ে দুই দেশের স্বজনদের চোখে চোখ রেখে কথা বলা।

শনিবার রাতে ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, একই সঙ্গে ভিন্ন এই আয়োজন বন্ধ থাকায় সীমান্তের কাছে সর্বসাধারণের প্রবেশে নিরুৎসাহিত করা হয়েছে।

সাধারণত বৈশাখের প্রথম ও দ্বিতীয় দিন সীমান্তে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বিগত বাংলা নববর্ষে পঞ্চগড়ের অমরখানা, শুকানি, মাগুরমারি ও ভূতিপুকুর সীমান্ত বেশ কয়েকটি পয়েন্টের কাঁটাতারের পাশে প্রায় ১০-১৫ কিলোমিটার এলাকা জুড়ে দুই বাংলার মিলনমেলা হতে দেখা যায়।

বিভিন্ন সমস্যার পাশাপাশি বৈশ্বিক মহামারির কারণে গত ২০১৯ থেকে সাল থেকে সীমান্তে দুই বাংলার কাঁটাতারে মিলন মেলা বন্ধ রয়েছে।

২০১৮ সালের মিলন মেলায় দেখা গেছে, পঞ্চগড়ের অমরখানা, শুকানি, মাগুরমারি ও ভূতিপুকুর সীমান্তসহ বেশ কয়েকটি পয়েন্টের কাঁটাতারের পাশে প্রায় ১০-১৫ কিলোমিটার এলাকা জুড়ে দুই বাংলার মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিশেষ এ দিনটিতে এপার-ওপার হাজার হাজার মানুষ ছুটে আসেন সীমান্তের কাটাতারে বেড়ার কাছে।

মাঝখানে কাটাতারেই একে অন্যের সঙ্গে কথা ও ভাব বিনিময় করেন। ২০১৯ সাল থেকে এ মিলন মেলা বন্ধ থাকায় এবারো সেই অন্যরকম আনন্দ চোখে পড়বে না।

 

banner close
banner close