
১১ এপ্রিল শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার পর বিমানের এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন৷ তখন প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় ফ্লাই করছে বিমানটি। ঢাকা পৌঁছাতে আরও প্রায় আড়াই ঘন্টা সময় লাগবে।
ঘোষণা করা হয় বিমানে কোনো চিকিৎসক আছেন কিনা। একজন যাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে গেছেন৷
তখন ওমরাহ্ কাফেলার একজন সদস্য বিমান বালাকে জানান, ডাক্তার রায়হান নামের একজন বিমানে রয়েছেন। তখন ডা. রায়হানের নাম ঘোষণা করা হলে তিনি রোগির কাছে চলে যান৷
সেখানে গিয়ে দেখেন একজন ৭০ উর্ধ্ব বয়সী প্রবীণ যাত্রী জ্ঞান হারিয়ে ফেলেছেন। কিছু সময় আগে ওই রোগি বমি করেছিলেন বলে জানান তার জামাতা। এদিকে রোগির শরীরও ঠান্ডা হয়ে আছে। ভয় পাচ্ছিলেন তারা।
ডা. রায়হান জানান, ডায়াবেটিস ওঠানামার কারণেই এমনটা হয়েছে। সাথে প্রেশারও অনেক কমেছে। তাৎক্ষণিকভাবে পানিতে চিনি গুলিয়ে খাওয়ানো হয় এবং বিমানে থাকা ইমার্জেন্সী অক্সিজেন দেয়া হয়।
দীর্ঘ সময় পর রোগীর জ্ঞান ফেরে। পালস ও অক্সিজেন স্যাচুরেশন বাড়ে। এরপর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। বিমান ল্যান্ড করার আগ পর্যন্ত প্রায় ২ ঘন্টা রোগীর পাশেই দাড়িয়ে ছিলেন বলে জানান ডা. রায়হান। বিমানের সকল যাত্রী ডা. রায়হানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: