মঙ্গলবার

১৫ এপ্রিল, ২০২৫
১ বৈশাখ, ১৪৩২
১৭ শাওয়াল, ১৪৪৬

চলন্ত মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচল ৫ যাত্রী

প্রতিনিধি,কুমিল্লা

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৫ ১৬:৩৬

আপডেট: ১৩ এপ্রিল, ২০২৫ ১৬:৩৭

শেয়ার

চলন্ত মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচল ৫ যাত্রী
ছবি : বাংলা এডিশন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে একটি চলন্ত মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় চালকের দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় মাইক্রোবাসে থাকা পাঁচ যাত্রী।

রোববার দুপুর দেড়টায় কুমিল্লা থেকে ঢাকামুখী লেনের নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টায় মহাসড়কের মধ্যেই চলন্ত অবস্থায় মাইক্রোবাসটিতে আগুন লাগে। এ সময় চালক দ্রুত রাস্তার পাশে গাড়িটি থামালে যাত্রীরা নেমে যান। মুহূর্তের মধ্যেই গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

গাড়িচালক মো. সজিব মিয়া বলেন, ক্যান্টনমেন্টের সৈয়দপুর এলাকার একটি সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে পাঁচ যাত্রীসহ চান্দিনার উদ্দেশ্যে যাচ্ছিলাম। নিমসার বাজার এলাকায় এলে ইঞ্জিনের গিয়ার বক্সের মধ্যে প্রথমে আগুন দেখতে পাই। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। তাৎক্ষণিকভাবে রাস্তার পাশে গাড়িটি থামিয়ে যাত্রীদের দ্রুত নামতে বলি।

তিনি আরও বলেন, যাত্রীরা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে চোখের সামনে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আমার শরীরের কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

দেবপুর পুলিশ ফাঁড়ি পরিদর্শক সাইদুল বাংলা এডিশন কে বলেন, আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। গাড়িটির কোনো কিছুই অবশিষ্ট নেই। গাড়ির মালিক ঘটনাস্থলে এলে তাকে গাড়িটি বুঝিয়ে দেওয়া হয়েছে।

banner close
banner close