রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ডোমারে সাংবাদিকদের সাথে বিএনপি'র মতবিনিময়

প্রতিনিধি,নীলফামারী

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৫ ১৯:৩২

শেয়ার

ডোমারে সাংবাদিকদের সাথে বিএনপি'র মতবিনিময়
ছবি : বাংলা এডিশন

নীলফামারীর ডোমারে সাংবাদিকদের সাথে উপজেলা ও পৌরসভা বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার  দুপুরে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, ডোমার পৌরসভা বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী। উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সহ-সভাপতি তমিজ উদ্দিন সরকার ও সহসাধারণ সম্পাদক মেরাজুল হক।

 নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ডোমার উপজেলায় সম্প্রতি বিএনপি, নীলফামারী-১ আসনের সাবেক এমপি ও দেশনেত্রী খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চক্র বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে আসছেন।

এসব অপপ্রচারের বিষয়ে সরাসরি বিএনপির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার জন্য সাংবাদিকদের আহবান জানান। সেই সাথে বিএনপির নামে কেউ অপকর্ম, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি করলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের অবগত করারও আহবান জানান।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকল প্রকার দলীয় কাজ করতে ডোমার উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে। বিএনপির সকল ভালো কাজ প্রচারের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।বিএনপির ওই মতবিনিময় সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৫০জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

banner close
banner close