
মানিকগঞ্জের হরিরামপুরে বর্ষবরণ উদযাপনে এক সময়কার আবহমান গ্রাম বাংলার লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা বারোটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে লাঠি খেলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুটি দল অংশ নেয়। নয়নের সাথে কামরুল আর গফুরের সাথে নিপাজের লাঠি খেলা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো মানুষ তাদের লাঠি খেলা দেখে মুগ্ধ হন।
খেলা দেখতে এসে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা বলেন, ‘অনেক বছর পর লাঠি খেলা দেখলাম। এটা আমাদের এক সময়ের গ্রাম বাংলার ঐতিহ্য। ছোট বেলায় অনেক দূরদারান্ত এই লাঠি খেলা দেখতে যেতাম।’
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার জানান, ‘উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ আজকের লাঠি খেলা। লাঠি খেলা আমাদের অনেক পু্রোনো ঐতিহ্য। এটা এক ধরণের মার্শাল আর্ট। আত্মরক্ষার কৌশলও বটে। পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতেই লাঠি খেলার এই আয়োজন।
লাঠি খেলায় হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার আশরাফ, উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল ইসলামসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় নানা শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: