বুধবার

১৬ এপ্রিল, ২০২৫
৩ বৈশাখ, ১৪৩২
১৮ শাওয়াল, ১৪৪৬

হরিরামপুরে বর্ষবরণে বিএনপির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫ ২০:১৯

শেয়ার

হরিরামপুরে বর্ষবরণে বিএনপির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা
বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।

মানিকগঞ্জের হরিরামপুরে বর্ষবরণ-১৪৩২ উদযাপন উপলক্ষে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সেমবার সকাল এগারোটার দিকে উপজেলা বিএনপির আয়োজনে এ বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলার পাটগ্রাম মাঠ থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রায়,পাঁচ শতাধিক নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।

শোভা যাত্রা শেষে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময়  উপস্থিত ছিলেন জেলা জাসাসের সভাপতি মোশারফ হোসেন শিকদার, জেলা বিএনপির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন মুঞ্জু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস,  সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মাহাবুবুল ইসলাম ওরফে বাচ্চু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পিয়ারা, যুগ্ম আহ্বায়ক আলামস মিয়া, মো. নাসির উদ্দিন, মাসুম শিকদার, যুব নেতা মোহর আলী, ফারুক হেসেন, মিরাজ মেম্বার, মো. হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  নিরব আহমেদ চুন্নু, সদস্য সচিব ইমরান হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদারসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান

banner close
banner close