বুধবার

১৬ এপ্রিল, ২০২৫
৩ বৈশাখ, ১৪৩২
১৮ শাওয়াল, ১৪৪৬

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫ ২১:১৭

শেয়ার

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের বাসন থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মো. কায়সার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় একটি মিনিবাস সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিশকাটি উল্টে গিয়ে  শিশু যাত্রী ঘটনাস্থলেই নিহত ও দুইজন আহত হন।’

তিনি আরও বলেন, ‘আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে উত্তেজিত জনতা চ্যাম্পিয়ন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেন।’

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানিয়েছেন কায়সার আহমেদ।

banner close
banner close