বৃহস্পতিবার

১৭ এপ্রিল, ২০২৫
৪ বৈশাখ, ১৪৩২
১৯ শাওয়াল, ১৪৪৬

ভোলায় চিকিৎসা সেবা নিশ্চিত ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে জার্নালিষ্ট ফোরামের মানববন্ধন

 ভোলা প্রতিনিধি 

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৫ ১৫:১৬

শেয়ার

ভোলায় চিকিৎসা সেবা নিশ্চিত ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে জার্নালিষ্ট ফোরামের মানববন্ধন
মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে জার্নালিষ্ট ফোরামের মানববন্ধন।

ভোলার ২২ লক্ষ মানুষের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে ভোলার সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট ফোরাম এর আয়োজনে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। 

১৫ই এপ্রিল সকালে ভোলা জার্নালিস্ট ফোরাম এর উদ্যোগে ভোলা প্রেসক্লাবের সামনে দুই ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন এর সঞ্চালনায় সভাপতি শাহীন কাদের এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ও সহ সভাপতি শাহরিয়ার জিলন। 

মানববন্ধনে জার্নালিস্ট ফোরাম এর দাবির সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হারুনুর রশীদ ট্রুম্যান, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, জেলা বিএনপির নেতা ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের শেলিম, জেলা জিয়া পরিষদের সদস্য সচিব আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আকবার আকন, বাংলাদেশ জমিয়াতুন মোদারেছীন এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোবাশ্বিরুল হক নাইম, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি তরিকুল ইসলাম, সদর উপজেলা জামাতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসেন, নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক কামাল হোসেন শাহীন, মানবাধিকার কর্মী মোবাশ্বিরুলাহ চৌধুরী, এডভোকেট মোঃ ইউসুফ, সাংবাদিক মোকাম্মেল হক মিলন, দৈনিক কালবেলার প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি এডভোকেট শাহাদাত হোসেন শাহীন, বাসস এর ভোলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ইউনুস শরীফ, দৈনিক মানব জমিনের ভোলা প্রতিনিধি ও ভোলা নিউজের সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, জিটিভি ও যুগান্তর পত্রিকার প্রতিনিধি এম হেলাল উদ্দিন, চ্যানেল২৪ এর প্রতিনিধি আদিল হোসেন তপু, যমুনা টিভির জুয়েল সাহা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রনি, মনির হোসেন, ভোলা ছাত্রসমাজের সাবেক সদস্য সচিব কামাল সর্দার, ভোলা কলেজের সাবেক সভাপতি আবুল হাসনাত, মীর তানু, বিজেপি নেতা মাহিদুর রহমান শুভ, যুবদল নেতা রিয়াদ হাওলাদার, অভয় চৌধুরী, সামিম আল মামুন, সদর উপজেলা ছাত্রসমাজের সভাপতি মোঃ পারভেজ, বিজেপির নেতা মোঃ নোমান হাওলাদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, জার্নালিস্ট ফোরাম এর সহ সভাপতি কাজী মহিবুল্লাহ আজাদ, যুগ্ম সম্পাদক সম্পাদক মঞ্জু ইসলাম,  শিমুল, প্রচার সম্পাদক হাসনাইন, সদস্য রিয়াজ উদ্দিন শান্ত, শফিক খান, রাফসান, আরিফ, আমিনুলপ্রমুখ। 

এ ছাড়া বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়েছে। 

মানববন্ধন শেষে জার্নালিস্ট ফোরাম কর্তৃক স্মারকলিপি বরিশাল বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোঃ রায়হান কাওসার ও জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, জেলা পুলিশ শরীফুল ইসলামকে প্রদান করা হয়। 

 

 

 

 

banner close
banner close