
ছবি : বাংলা এডিশন
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের রাজীবপুর চিলমারী নৌ-রুটে ডাকাতি প্রতিরোধে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কির্তনটারীর দুর্গম চরে এই মতবিনিময় সভার আয়োজন করে কুড়িগ্রাম জেলা পুলিশ। মতবিনিময় সভায় নৌ-চালক, যাত্রী এবং স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় স্থানীয়রা বলেন, "সম্প্রতি নৌ-রুটে ডাকাতির ঘটনা ঘটেছে। এই নৌ-রুটগুলো নিয়মিত নজরদারি করলে যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারবে এবং নৌ-রুটগুলো জনপ্রিয় হবে।"
নাগেশ্বরী ও ওলিপুর সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মোজাম্মেল হক বলেন, "আমাদের নৌপথে দায়িত্ব পালনে যানবাহন সংক্রান্ত কিছু সমস্যা আছে। আমরা সেগুলো কাটিয়ে উঠার চেষ্টা করছি এবং নিয়মিত টহল জোরদার করছি। প্রয়োজনে প্রযুক্তির সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি।"
এসময় আরও উপস্থিত ছিলেন, কুুড়িগ্রাম ডিবি ওসি বজলার রহমান, চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম ও ঢুষমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: