
কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে ৪ কোটি ১৮ লাখ টাকার ভয়ঙ্কর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) ও ভারতীয় সিটি গোল্ডের জুয়েলারি উদ্ধার করেছে বিজিবি-৪৭।
এ সময় ৮ বোতল ভারতীয় এলএসডি ও বিভিন্ন প্রকারের ৯৪৮ পিস সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল চারটা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে বেনাপোল হতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে করে এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রীর একটি বড় চালান ঢাকা যাচ্ছে- এমন খবর পেয়ে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে অবস্থান নেয়।
মঙ্গলবার বিকাল ৪টা ২০মিনিটের দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে এসে পৌঁছালে বিজিবির টহল দল তল্লাশি শুরু করে। এ সময় ৫০ এমএলের ৮ বোতল ভারতীয় এলএসডি ও ভারতীয় বিভিন্ন প্রকারের ৯৪৮ পিস সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়। এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারির আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ১৮ লাখ ১০ হাজার ১০০ টাকা।
উদ্ধারকৃত এলএসডি ও জুয়েলারি উদ্ধারের ব্যাপারে বিধি অনুযায়ী কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
আরও পড়ুন: