
ছবি : বাংলা এডিশন
কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গাসহ ৫৫ জেলেকে ফেরত আনল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দুপুরে শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে এসব জেলেদের ফেরত আনা হয়। ফেরত আসা জেলেদের মধ্যে ১৩জন বাংলাদেশী ৪২ জন রোহিঙ্গা। বিষয়টি নিশ্চিত করেছেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন ।
তিনি বাংলা এডিশন কে জানান, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক হাওয়া বিজিবির সহয়তায় ৫৫জন জেলেকে ফেরত আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও তথ্য যাচাই-বাছাই চলছে । প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন: