
চট্টগ্রামে চলন্ত বাসে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মো. লোকমান (২৬) ও মো. হানিফ (৩৬) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কালুরঘাট সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত সোমবার (১৪ এপ্রিল) রাতে ধর্ষণের ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন কালবেলাকে এ তথ্যটি নিশ্চিত করেন।
থানা সূত্র জানায়, গ্রেপ্তার দুই ধর্ষক চালক ও সহযোগী। লোকমানের বাড়ি সাতকানিয়ায় ও হানিফের বাড়ি লোহাগড়া উপজেলায়।
ওসি আফতাব উদ্দিন বলেন, ভিকটিম কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বহদ্দারহাট, কালুরঘাট সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে তারা পালাক্রমে ধর্ষণের কথা স্বীকারোক্তি দিয়েছে। গ্রেপ্তার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: