
নীলফামারীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে আসা ১৫ কেজি ৩ শ’ গ্রাম গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের পিটিআই মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বুগড়াপাড়া গ্রামের আফতাব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদর থানার একটি টিম পিটিআই মোড়ের এজেআর কুরিয়ার সার্ভিস এর সামনে তল্লাশি চালিয়ে রফিকুলকে আটক করে। বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৫ কেজি ৩ শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ ছয় হাজার টাকা।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বাংলা এডিশন কে জানান, আটক যুবক দীর্ঘদিন ধরে নীলফামারী, রংপুরসহ আশপাশের জেলায় মাদক সরবরাহ করে আসছিল। আজকে তাদের চালান হবিগঞ্জ থেকে একটি কুরিয়ারের মাধ্যমে বাদামের বস্তায় গাঁজা নিয়ে আসে। আগেও মাদক মামলার রেকর্ড রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজা পরিবহনের কথা স্বীকার করেছে।তিনি আরও বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে নীলফামারী জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: