শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

চকরিয়ায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২

প্রতিনিধি,কক্সবাজার

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫ ২১:১১

শেয়ার

চকরিয়ায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২
ছবি : বাংলা এডিশন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাসের সাথে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার  বিকাল সাড়ে ৫টার দিকে চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ আমবাগান এলাকা এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেকপাড়ার মনোয়ার আলমের ছেলে শহিদুল ইসলাম (২৭), একই এলাকার মাওলানা কামাল হোসেনের ছেলে নুরুল হক (২৫)। 
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বাংলা এডিশন কে বলেন, এসআই পরিবহণের একটি যাত্রীবাহি কক্সবাজারের থেকে চট্টগ্রাম যাচ্ছিল।পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ আমবাগান এলাকায় পৌছায়। এসময় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সার সাথে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি চালিত অটোরিক্সার দুই যাত্রী ঘটনাস্থলে মারা যায়। পরে হাইওয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। 
 
তিনি আরও বলেন, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
 
banner close
banner close