শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫ ০৭:২৫

শেয়ার

মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহতদের মধ্যে দুইজন নারী। 

এসব তথ্য নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুলাহ আল মামুন। 

তিনি বলেন, ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিল। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজন। 

ট্রাক ও পিকআপ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি। 

আব্দুলাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

banner close
banner close