শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজনের মৃত্যু

প্রতিনিধি,চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫ ১০:৪৬

আপডেট: ১৮ এপ্রিল, ২০২৫ ১০:৪৭

শেয়ার

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজনের মৃত্যু
ছবি : বাংলা এডিশন
চুয়াডাঙ্গায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয় মাইল বাজারের কাছে এ দূর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের একই গ্রামের ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৬৫) এবং ভ্যানের যাত্রী মোহম্মদজুম্মা গ্রামের খান্দারপাড়ার চাউল ব্যবসায়ী সরোয়ার হোসেন (৭০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত ভ্যানটি সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলো। এসময় ঢাকাগামী একটি বাস ভ্যানটিকে ধাক্কাদিয়ে চলে যায়। অন্ধকার থাকায় যাত্রীবাহী বাসটি চিহ্নিত করা সম্ভব হয়নি। 
 
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বাংলা এডিশন কে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
banner close
banner close