শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

রাঙামাটির বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫ ১৭:০১

শেয়ার

রাঙামাটির বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অক্সিজেনের অভাবে রিমলি চাকমা নামে এক মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

শিশুটির বাবা রিটন চাকমা ও স্বজনরা অভিযোগ করে বলেন, ‘হাসপাতালে কোনো অক্সিজেন সিলিন্ডার না থাকায় যথাসময়ে চিকিৎসা দেয়া হয়নি। পরে বিকল্প উপায়ে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেও বাঁচানো যায়নি।’

কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক অনুপম চাকমা বলেন, ‘গাড়ির চাকা ও ব্যাটারি নষ্ট তাই রোগী পরিবহন সেবা বন্ধ রয়েছে, আরএমও স্যার নেই তাই টাকার জন্য চাকা-ব্যাটারি নিতে পারছি না। আমার ব্যক্তিগত টাকা থাকলে আমি কিনে নিতাম।’

তিনি বলেন, ‘হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি ডাক্তারের সংকট রয়েছে, একটি মাত্র অ্যাম্বুলেন্স সেটিও নষ্ট, ১৬ জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছেন চারজন। এরাও ঠিকমতো উপস্থিত থাকেন না। উর্ধ্বতন কর্মকর্তাকে বার বার জানিয়েও কোনো প্রতিকার মিলছে না।’

হাসপাতালের এমন অবস্থার বিষয়ে রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে। তিনি এখনো যোগদান করেননি। হাসপাতালে একজন কর্তা দরকার, সেটি নাই। বার বার বলার পরও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগদান করেননি।’

এদিকে, দ্রুত একটি নতুন হাসপাতাল ভবন নির্মাণ করে চিকিৎসাসেবার মান উন্নত করার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের,।

banner close
banner close