শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

কিশোরগঞ্জের ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫ ১৯:০৪

শেয়ার

কিশোরগঞ্জের ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিজান মিয়া নামে একজন টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০-৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া ভবানীপুরের সুলাইমানপুর মহল্লার রবিউল্লাহর ছেলে। তিনি উপজেলার শ্রীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন।

গুরুতর আহতরা হলেন- দুদু মিয়া, অপু মিয়া, পাপ্পু ও আক্তার মিয়া। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বৈঠকে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ দুইদিকে অবস্থান নেয়। পরে বেলা ১১টার দিকে ভবানীপুরে দুটি গ্রুপে বিভক্ত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় অন্তত তিন শতাধিক মানুষ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এ সংঘর্ষে বুদর গোষ্ঠীর পক্ষে নেতৃত্ব দেন শ্রীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হারুনুর রশিদ, জয়নুদ্দিন সরকার, বাশার মেম্বার ও আজিজুল হক। অপর পক্ষে ময়দর মুন্সীবাড়ি, কামালের বাড়ি ও দেইলার বাড়ির নেতৃত্ব দেন মো. মাসুম মিয়া, আতর মিয়া, মো. হারুন ও মোক্তার হোসেন।

সংঘর্ষে ময়দুর মুন্সীর বাড়ির বংশের সুলাইমানপুরের মিজান মিয়া টেঁটাবিদ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া বুদর গোষ্ঠীর পক্ষে আকবর, সালাম ও সোহাগ, ময়দর গোষ্ঠীর বাসার ও বাবুল গুরুতর আহত হন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই গোষ্ঠীর সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এখন পর্যন্ত আমরা মিজান মিয়া নামের একজন নিহতের সংবাদ পেয়েছি। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।’

banner close
banner close