শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ ভারতীয়দের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫ ২১:৫৫

শেয়ার

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ ভারতীয়দের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঘাস কাটতে গেলে চোরাকারবারি সন্দেহে আজিনুর রহমান নামে এক যুবককে ধরে নিয়ে যায় ভারতীয়রা। শুক্রবার দুপুরে উপজেলার ডাঙ্গাটারি সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

আজিনুর রহমান ওই গ্রামের নুর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে ঘাস কাটতে গিয়ে আজিনুর রহমান ভুলে ভারতের অভ্যন্তরে চলে যান। এ সময় কয়েকজন ভারতীয় তাকে মারধর করে ভেতরে নিয়ে যান।

বিষয়টি বিজিবি ও পুলিশকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। 

স্থানীয় বাউরা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, ‘খোঁজখবর নিয়ে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

বিষয়টি জানতে ডাঙ্গাটারী ৫১ বিজিবি ক্যাম্প কমান্ডার রফিকুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বলেন, ‘আজিনুরকে ৩০ বিএসএফ ব্যাটালিয়নের সরস্বতী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে বলে শুনেছি।’

banner close
banner close