
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় লোকজন। সেসময় বাংলাদেশী এক যুবককে অপহরণ করে কাঁটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন শেষে ওই যুবককে বিএসএফ’র হাতে তুলে দিয়েছে ভারতীয় লোকজন।
বিস্তারিত: https://www.youtube.com/watch?v=umPgJo8LKnE
জানা যায় গতকাল দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জমগ্রামে সীমান্তের ৮০১ নম্বর মেইন পিলারের ১০/১১ সাব পিলারের মাঝামাঝি এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার যুবক জমগ্রামের নুর হোসেনের পূত্র আজিনুর রহমান। ওই যুবক বর্তমানে ভারতের বিএসএফ সদস্যদের হেফাজতে রয়েছে।
আজিনুরের পরিবার বাংলা এডিশনকে জানায়, ভারতের কোচবিহারের মাথাভাঙ্গা থানার ঝোংপাড়া এলাকা ও লালমনিরহাটের পাটগ্রামের জমগ্রামের ডাঙ্গাটারি এলাকা পাশাপাশি। শুক্রবার দুপুরে সীমান্ত-লাগোয়া বাংলাদেশ অংশের ভুট্টাখেত থেকে পাতা সংগ্রহ করতে যায় আজিনুর ও তার মা। সেসময় ভারতের কোচবিহার ৩০ বিএসএফ ব্যাটালিয়নের সরস্বতী ক্যাম্পের টহল দলের সদস্যরা ঝোংপাড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আজিনুরকে ধরে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, ঘটনা জানার পর বিজিবির ডাঙ্গাটারি ক্যাম্প থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে। কিন্তু বিএসএফের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এই ঘটনায় পরিবারের সদস্যরা আজিনুরকে বিএসএফ এর থেকে ফিরে পেতে সরকারের পদক্ষেপ প্রত্যাশা করেছে।
ভারতীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ এর এই তান্ডবের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশীরা।
আরও পড়ুন: