
রাজধানীর বনানীরপ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২২৩ ব্যাচের শিক্ষার্থী। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলের দিকে শিঙারা খাওয়া নিয়ে হাসাহাসিকে কেন্দ্র করে বনানীতে বেসরকারি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে টেক্সটাইলের শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটে। ওই সময় শিক্ষার্থী পারভেজ মোশারফের বুকে ছুরিকাঘাত করা হয়। পরে দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা
নিহত শিক্ষার্থী পারভেজ মোশারফের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার বাংলা এডিশনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে।
আরও পড়ুন: