
দুর্নীতির অভিযোগে শাস্তিমূলক বদলি পাওয়া মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সচিব মো. মঞ্জুরুল হক ভূঁইয়ার অপসারণ দাবিতে মানববন্ধন করেছে জামির্ত্তা ইউনিয়নবাসী।
রোববার সকাল ১০টায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. নজর আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু সায়েম, যুবদলের রিয়াদুল ইসলাম প্রমুখ।
এ সময় তারা বলেন, ‘বিগতদিনে সায়েস্তা ইউনিয়নে ব্যাপক দুর্নীতি করেছে মঞ্জুরুল। দুর্নীতির দায়ে তাকে সেখান থেকে অপসারণ করা হয়েছে। সেই দুর্নীতিবাজ সচিবকে আমরা জামির্ত্তাবাসী দেখতে চাই না।’
প্রশাসনের কাছে তাকে অপসারণের জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার সচেতন নাগরিকসহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: