
ছবি : বাংলা এডিশন
২১ এপ্রিল থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মূল সড়কে সকল ট্রলি, মাহিন্দ্র, ট্রাকটর, নসিমন, করিমন ও ভটভটি চলাচল নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল ট্রলি, মাহিন্দ্র, ট্রাকটর, নসিমন, করিমন ও ভটভটির চালক ও মালিকদের জানানো যাচ্ছে যে, জনস্বার্থে আগামী ২১ এপ্রিল সোমবার সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মূল সড়কে সকল ট্রলি, মাহিন্দ্র, ট্রাকটর, নসিমন, করিমন ও ভটভটি চলাচল নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বাংলা এডিশন কে বলেন, নড়িয়ার মূল সড়কগুলোতে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। এর মধ্যে ট্রলি, মাহিন্দ্র, ট্রাকটর, নসিমন, করিমন ও ভটভটির চালকগুলো বেশি অদক্ষ। যে কারণে, মাঝে মধ্যে দূর্ঘটনা ঘটে। তাই জনদূর্ভোগ এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: