রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২৩ শাওয়াল, ১৪৪৬

রাজশাহীতে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি,রাজশাহী

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫ ১৮:৪৮

শেয়ার

রাজশাহীতে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : বাংলা এডিশন
রাজশাহীতে শৌচাগার থেকে উদ্ধার করা হয়েছে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ। মৃত ঐ পুলিশ সদস্য হলেন বাগমারা থানার যোগীপাড়া তদন্ত কেন্দ্রে কর্মরত মাসুদ রানা (৩৪)। রবিবার সকালে রাজশাহী জেলা পুলিশ লাইনস ব্যারাকের একটি শৌচাগার থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মাসুদের মরদেহটি।
 
বাগমারা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুল ইসলাম সূত্রে জানা গিয়েছে, মাসুদ চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসাপাতালে আসলে জেলা পুলিশ লাইনসের একটি ব্যারাকে অবস্থান নেন।
পরে আকস্মিকভাবে আজ সকালে সেখানকার পুলিশ সদস্যরা শৌচাগারে মাসুদকে ফাঁসিকে ঝুলতে দেখে কতৃপক্ষকে জানায়। পরে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে দুপুর দেড়টা নাগাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান কতৃপক্ষ। মৃত্যুর কারন সম্পর্কে তৌহিদুল ইসলাম বলেন, মাসুদের স্ত্রীর সাথে বিরোধের জেরে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 
 
ঘটনার তদন্তে দায়িত্বপ্রাপ্ত নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বাংলা এডিশন কে জানান, শৌচাগারের এজাস্ট ফ্যানের গ্রিলের সাথে নিজের পরনের প্যান্ট দিয়ে আত্মহত্যা করেছে মাসুদ। ঘটনাটি রাতেই হয়েছে বলেও ধারনা করছেন এই পুলিশ কর্মকর্তা। 
 
মাসুদ নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামের সন্তান। তিনি ২০১১ সালের ১৫ আগস্ট যোগদান করেন বাংলাদেশ পুলিশে।
banner close
banner close