রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২৩ শাওয়াল, ১৪৪৬

মাদকবিরোধী অভিযানে গিয়ে লাঞ্চিত হলেন ম্যাজিস্ট্রেট

প্রতিনিধি,কুষ্টিয়া

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫ ১৮:৫৬

আপডেট: ২০ এপ্রিল, ২০২৫ ১৯:০১

শেয়ার

মাদকবিরোধী অভিযানে গিয়ে লাঞ্চিত হলেন ম্যাজিস্ট্রেট
ছবি : বাংলা এডিশন
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বাধাগ্রস্ত এবং লাঞ্ছিত হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এসময় অভিযানে উপস্থিত কর্মকর্তারাও তোপের মুখে পড়েন ও লাঞ্চিত হয়। পরে তারা সেখান থেকে চলে যান। 
 
রোববার  দুপুরের দিকে ভেড়ামারার সাতবাড়ীয়া বিত্তিপাড়া এলাকায় ঘোড়েশাহ বাবার মাজারে এ ঘটনা ঘটেছে। মাজারের ভক্ত অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন। 
জানা গেছে, ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী  অভিযান পরিচালনায় ঘোড়াশাহ মাজারে যান। অভিযান টিমে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা অভিযান শুরু করতে গেলে সেখানে বাধা প্রদান করেন মাজারে উপস্থিত ভক্ত অনুসারীরা। এসময় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ও অভিযান টিমের সদস্যদের লাঞ্চিত করেন। পরে তোপের মুখে পড়ে সেখান থেকে চলে আসেন। 
 
বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন এসিল্যান্ড। মাজারের লোকজনদের বাধার মুখে ফিরে আসে তারা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
এ বিষয়ে কথা বলার জন্য ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।  
 
এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান বাংলা এডিশন কে বলেন, আমিও শুনেছি। সেখানে এ ঘটনা ঘটেছে। এসিল্যান্ড গিয়েছিল, সেখানে গাজা খাওয়ার অভিযোগ ছিল। আমরা রেগুলার মামলা করার প্রস্তুতি নিয়েছি।
 
 
banner close
banner close